আরিফুজ্জামান জাকির।।
বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে প্রায় দীর্ঘ ২২ বছর পরে বোয়ালিয়া যে এম মাধ্যমিক বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবকদের সহযোগিতায় এবারের নির্বাচনে অনুষ্ঠিত হয়, সকলের মাঝে একতা সৌহার্দ্যপূর্ণ আচরণ একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে,বলে মনে করছেন স্থানীয়রা ও উপস্থিত অভিভাবক বৃন্দ,
এবারের বোয়ালিয়া ম্যানেজিং কমিটির নির্বাচনি আয়োজনে প্রিজাইডিং অফিসার এজেন্ট – নির্বাচনে প্রতিযোগী প্রার্থীরা এবং প্রশাসন ও অভিভাবক বৃন্দ সকলকে বোয়ালিয়া স্কুল সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লা, স্থানীয় সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,
বোয়ালিয়া যে এম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিসু রহমান বলেন একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তা সবকিছুই করার চেষ্টা করেছি,
নির্বাচনে কোন অনিয়ম অনাকাঙ্খিত পরিস্থিতি না হওয়ায় একটি স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত হওয়ায় বিজয়ী ও পরাজয়ী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এবারের নির্বাচনে বিজয়ী দের ভোট প্রাপ্তি
মোট ভোটার সংখ্যা ঃ- ৩৩০
মোট ভোট প্রাপ্ত ঃ- ২৬১
১ম স্থান ঃ- মো: জসিম ডাকুয়া – ১৫৮ ভোট।
২য় স্থান ঃ- মো: আরিফুজ্জামান জাকির- ১৪৭ ভোট।
৩য় স্থান ঃ- মো: সোহরাব আকন – ১৩১ ভোট।
৪র্থ স্থান ঃ- মো: কুদ্দুস মোল্লা – ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫ম স্থান ঃ- মো: মিজানুর রহমান পেয়েছেন ৯৮ ভোট।
এবারের সকল বিজয় প্রার্থীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।